সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

নর্দান মেডিকেলে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজধানীর নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ অভিযোগে হাসপাতালটিতে ভাংচুর চালানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

অভিযোগ সূত্রের বরাতে ধানমন্ডি থাকার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ডিএমসি নিউজকে জানান, আয়মুল হাসান ও ইভা নামের এক দম্পত্তি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোর্শেদা আখতারের নিকট হতে নিয়মিত চিকিৎসা নিতেন। সম্প্রতি গর্ভবতী অবস্থায় ইভাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পত্তি চেয়েছিলেন সাধারণভাবেই তাদের বাচ্চা জন্ম দিতে। কিন্তু মোর্শেদা আখতারের পরামর্শে তারা সিজার করান।


আজাদ আরও জানান, সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারির সময় নবজাতকের গলায় নাড়ি পেঁচিয়ে বাচ্চাটি মারা যায় বলে আমরা অভিযোগ পেয়েছি।  এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। মামলা  হলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।


এ বিষয়ে হাসপাতালটির পরিচালক প্রফেসর ডা. মো. কাজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন