সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

নর্দান মেডিকেলে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজধানীর নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ অভিযোগে হাসপাতালটিতে ভাংচুর চালানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

অভিযোগ সূত্রের বরাতে ধানমন্ডি থাকার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ডিএমসি নিউজকে জানান, আয়মুল হাসান ও ইভা নামের এক দম্পত্তি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোর্শেদা আখতারের নিকট হতে নিয়মিত চিকিৎসা নিতেন। সম্প্রতি গর্ভবতী অবস্থায় ইভাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পত্তি চেয়েছিলেন সাধারণভাবেই তাদের বাচ্চা জন্ম দিতে। কিন্তু মোর্শেদা আখতারের পরামর্শে তারা সিজার করান।


আজাদ আরও জানান, সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারির সময় নবজাতকের গলায় নাড়ি পেঁচিয়ে বাচ্চাটি মারা যায় বলে আমরা অভিযোগ পেয়েছি।  এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। মামলা  হলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।


এ বিষয়ে হাসপাতালটির পরিচালক প্রফেসর ডা. মো. কাজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

মাত্র দশ সেকেন্ডে ক্যান্সার সনাক্ত!

কলমের মত দেখতে ছোট্ট একটি যন্ত্র মাত্র ১০ সেকেন্ডে ক্যান্সার কোষ সনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

এটির মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং আরও নিখুঁতভাবে টিউমার অপসারণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ম্যাসস্পেক পেন’ ক্যান্সার কোষের ‘ইউনিক মেটাবলিজমের’ সুবিধা নিয়ে সেগুলোকে সনাক্ত করে।

ক্যান্সার কোষের ভয়ঙ্কর গতিতে বাড়তে থাকা ও ছড়িয়ে পড়া থেকেই বোঝা যায় সেগুলো স্বাস্থ্যকর কোষ থেকে ভিন্ন।

অস্ত্রোপচারের সময় ক্যান্সার কোষ ঠিক কতদূর ছড়িয়ে পড়েছে তা খুঁজে বের করতে চিকিৎসকদের বেগ পেতে হয়।

নতুন এই যন্ত্র চিকিৎসকদের ক্যান্সার কোষ সম্পূর্ণরূপে সনাক্ত করতে সাহায্য করবে বলে মনে করেন বিজ্ঞানীরা।

গবেষকদের একজন লিভিয়া এবার্লিন বিবিসি’কে বলেন, “এখন দেখার বিষয় হচ্ছে এটি কতটা নিখুঁতভাবে চিকিৎসা প্রয়োজন মেটাতে পারে।”

“যন্ত্রটি খুবই পরিপাটি এবং সাধারণ, সার্জনরা খুব কম সময় ব্যয়ে এটি ব্যবহার করতে পারবেন।”

গবেষণাগারে ২৫৩টি নমূনার উপর যন্ত্রটি ব্যবহার করা হয়েছে এবং আগামী বছর অস্ত্রোপচারের সময় ব্যবহারের আগ পর্যন্ত যন্ত্রটির আরও উন্নয়নে গবেষণামূলক পরীক্ষা অব্যহত রাখার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।